ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে
কে ভ্রমর কুন্তলা কিশোরী
ফুল দেখে বেভুল সেই না নো দিশারী ।।
একি নতুন লীলা আঁখিতে দেখি ভুল
শ্যামল ফুল যেন তোলে কোমল ফুল
ভাসায়ে আকাশ রঙে অরুন বাদরী ।।
ঝিলেরো নিথর জলে আবেশে ঢলোঢলো
মনে পড়ে শত সে তরঙ্গে
শরৎ আকাশে টলেটলে আসে
মেঘ বলাকা সেই নিতো সঙ্গে ।
আলোক মঞ্জুরি প্রভাত বেলা
উচ্ছাসে জলে কে গো করিছে খেলা
বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি ।।