ভাবতে ভাবতে রাত ভোর হয়ে যায়
তবু ঘুম আসে না চোখের পাতায় ।।
সারারাত ধরে এপাশ ওপাশ করি
স্মৃতির মালা অশ্রু দিয়ে গড়ি
অনেক ক্লান্ত শরীর শূন্য চোখ হায় ।।
হৃদয়ে একি অতীত আঁধারের ছবি
তারা কি আর না চিনেই এলো বুঝি
চাই না সুখের পরে স্বপ্নের চাঁদ হায় ।।