উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ঘুরে
এক ব্রক্ষ্মচারী চমকে তাকালো থমকে দাঁড়ালো
দেখলো দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যায়
গ্রামটা ছুঁয়ে একটা নদী বয়ে যায়
ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ।।
সেই নদীর তীরে তীরে ছোট ছোট ঘর বাড়ি
পানসী ছোটে ঢেউ ভেঙে পরনে নদীর নীল শাড়ি
লাগলো মনে একটা মিষ্টি ঢেউ এসে তার
দেখলো নয়ন ভরে নদীর চারিধার
ঘুরে ফিরে, ঘুরে ফিরে, ঘুরে ফিরে ।।
পাখির মতো ঘুরে ঘুরে দেখে শুনে সব শেষে
চললো নিয়ে পায়ে পায়ে নিজেকে আবার নিজ দেশে
বুঝলো পূর্ণ হলো আজকে পথ চলা তার
বললো ভুবন ঘুরে এমন মাটি আর
দেখিনি যে, দেখিনি যে, দেখিনি রে ।।