তুমি বললে আমার পদ্ম আঁখি চিকন কালো ভুরু
শুনেই আমার বুকটা কেমন কাঁপছে দুরুদুরু
কি জানি কি ছাই হলো শুরু ।।
হঠাৎ প্রেমের দুয়ার গেল খুলে
চোখের তারায় উঠলো ফাগুন দুলে
দ্বিধায় লাজে সারা সময় মনটা উরু উরু ।।
রং ছড়ালে আমার মালার ফুলে
এই অনুভব রাখবো কোথায় তুলে
কথায় কাজে বুকের মাঝে মেঘের গুড়ুগুড়ু ।।