তোমার দেয়া রুমাল আমি
ইচ্ছে করেই হারিয়ে ফেলেছি
দুঃখ ভালোবাসি বলে
সুখের ফুলে আগুন জ্বেলেছি ।।


তুমি যেন দুঃখ পেও না
রুমাল চাওয়ার ছলটি করে
হারানো প্রেম চেও না
আমি সঙ্গী বিহীন বিহঙ্গ এক
দুখের হাওয়ায় ডানা মেলেছি ।।


মিছে তবু স্বপ্ন দেখো না
তোমার আলোর মশাল জ্বলে
আমায় এসে ডেকো না
আমি অন্তবিহীন অনন্ত রাত
পথের হাওয়ায় এনে ঢেলেছি ।।