তোমার চোখের আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরুক
সেই তো ছিলো তৃষিত মরুর চাওয়া
হায়রে সে প্রেম হলো না আমার পাওয়া ।।
সমবেদনার ভাষাও ছিলো না কি
নাকি পাষাণ প্রেমের দৃষ্টি ফেরালো আঁখি
অশ্রু দিয়ে হলো লেখা প্রেম নাটকের যবনিকা
হৃদয় হলো না পাওয়া ।।
অনুশোচনা হয় না তোমার জানি
আমি এও তো আমার ভাগ্য বলেই মানি
দুঃখ পেয়ে হলো শেখা প্রেম যে মায়া মরীচিকা
তাই তো এ গান গাওয়া ।।