প্রিয়ার দু চোখ যদি হয়
নিজেকে চেনার আয়না
ভালোবেসে ভুল বুঝে
একা থাকা যায় না ।।


অভিমানে দূরে গেলে ভুল হয়
নিজেকে অচেনা মনে হয়..
এমন জীবন কেউ
সহজে তো চায় না ।।


স্মৃতিগুলো ছবি হয়ে কথা কয়
মন থেকে মুছে না পরাজয়
এমন মরণ নিয়ে
কেউ সুখ পায় না ।।