প্রেম যেন এক প্রজাপতি চোখে এসে বসে
স্মৃতি হয়ে থাকে তোলা মনেরই আরসে


কেউ তারে পেয়ে যায় কেউ চেয়ে পায় না
না পাওয়ার যন্ত্রনা কোনদিন যায় না।
তবু প্রেম প্রেমিকের নয় আর কারো সে।।


কেউ বলে প্রেম সেতো হৃদয়ের আয়না
একবার ভেঙ্গে গেলে সেই দাগ যায় না।
চিরদিন থেকে যায় বিরহের পরশে।।