ওরে ও অন্ধ অবুঝ প্রেম কাঁদিস নে
বেদনার তীরে ঘর বাঁধিস নে ।।
যে গেছে হারায়ে তারে খুজিস নে
উল্টা হাওয়া বইছে সে কি বুঝিস নে
সেই স্রোতে গা ভাসিয়ে
নিজের সুখে বাদ সাজিস নে ।।
যা কিছু যাক না হৃদয় শুনিস নে
মিথ্যে চোখের জলে তুই দিন গুনিস নে
যে ফুলে কাঁটার জ্বালা
মালায় সে ফুল আর গাঁথিস নে ।।