ঐ সূর্যটা যদি আর না দেয় আলো
কি করে আকাশে চাঁদ জ্বলবে
অন্ধ পৃথিবী তবে কার আলো নিয়ে
এতোটা অজানা পথ চলবে ।।


এমনি তোমার হাসি যদি না দেখি
এই মন সরোবরে তুমি হাসবে কি?
কি করে তোমার হবো কি করে আমার
হৃদয় তোমার কথা বলবে ।।


পথের ঠিকানা খোঁজে অন্ধ আঁখি
তবু পথ যায় ভুলে পথ দেয় ফাঁকি
তুমি কি তোমার সুখে কাঁদাতে আমায়
প্রেমের কুসুমটুকু দ্বলবে ।।