ও আমার আট কোটি ফুল দেখো গো মালী
শক্ত হাতে বাইন্দো মালী লোহারও জালি।।


ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল
কত মেঘে জল শুকাইছে ফোটাইতে এ ফুল।


ওরে এক ফাগুনে ফোঁটে নাই এই ফুল
কত চোখের জল শুকাইছে বাঁচাইতে এ ফুল।
ও কত রক্ত পানির মত দিছিগো ঢালি।।


ওরে এমন ফুলের বাগান হায় কোথায়
লক্ষ-কোটি প্রান বাঁচে যার বুকেরই সুধায়।


ওরে এমন ফুলের বাগান হায় কোথায়
তিরিশ লক্ষ প্রান ঘুমায়রে গাছেরই তলায়।
ও কত মায়ের ভরা কোল হইছে গো খালি।।