মনে হয় হাজার বছর ধরে
দেখিনা তোমায়
উড়ছে শুধু স্মৃতির ধূলো
বটের হাওয়ায় হাওয়ায় ।।


কতো ফাগুন চলে গেছে
ডেকে ডেকে তোমায়
দুয়ার থেকে ফিরে গেছে
সেই চেনা ছায়ায়
পড়েনি আমার আঙিনায় ।।


কতো ব্যথার বকুল ঝরে
ভেবে ভেবে তোমায়
সুখের মতো ঝরে পড়ে
সেই চেনা স্মৃতি
দু'চোখে অঝর বরষায় ।।