কার কারণে কার স্মরণে
ও তুই কাঁদিস আমায় বল
তুই বিহনে মুই বাঁচি নে
জেনেও করিস ছল ।।
চোখে যে তোর বর্ষা বাদল মেঘ
দীর্ঘশ্বাসে দারুণ ঝড়ের বেগ
কোন আশাতে বুক ভাসাতে
নিলি বানের ঢল ।।
বুকে যে তোর হানলো ব্যথার শেল
বুঝলি না সেই চতুর চোখের খেল
ভুল স্বপনে এই জীবনে
আর কি হবে বল ।।