ছোট্ট একটা গ্রাম বাংলাদেশ তার নাম
সেই গ্রামেতে বাস করি মাঠে লিখি নাম ।।


মেঘে ভিজি রোদে পুড়ি
নিজের হাতে মাটি খুঁড়ি
কঠিন শ্রমে ফসল ফলাই
বিকাই মাথার ঘাম ।।


ঝড়ে ভাঙি বানে ভাসি
প্রাণের হাসি তবু হাসি
দেশের প্রেমে অবাধ বাড়াই
চাই না প্রেমের দাম ।।