ব্যথার বৃষ্টি হোক আমার ভুবন ঘিরে
তুমি আর ডেকো না আমায় হারানো নীড়ে ।।


অভিমানে নয়ন থেকে
অশ্রুর প্লাবন ডেকে ডেকে
যদি গো ফাগুন ভেসে যায় দু'চোখে শ্রাবণ নিয়ে
তুমি এসো না আবার আমার তীরে ।।


ওঠে যদি হৃদয় কেঁপে কেঁপে
স্বপ্নের ভাঙন মেপে মেপে
কখনো আবার সে ব্যথায় নিজেকে জড়িয়ে নিতে
তুমি চেওনা আবার আসতে ফিরে ।।