আমি ক্লান্ত বড় ক্লান্ত
আমাকে একটু একা থাকতে দাও ।।
বাতিগুলো নিভিয়ে দিয়ে
আঁধারে আলোয় ঘর দাও ভরিয়ে
সে আঁধারে ডুব দিয়ে
ব্যথার শ্রান্তিটুকু ভুলতে দাও ।।
মন চায় মনকে নিয়ে
অচেনা কোথাও রই মুখ লুকিয়ে
সে অচেনা ছায়া দিয়ে
চোখের ভ্রান্তিটুকু ভুলতে দাও ।।