আমি হাসলেই নাকি ফুল ফোটে
আর, কাঁদলেই নাকি ঝর ওঠে
আমার কান্না হাসির রহস্য যে
আমার এ হৃদয়
অন্য কিছু নয় ।।
আমি কথা দিয়ে একটু নূপুর পরলে
ওরা বলে দুষ্টু মেয়ে একি তুমি করলে
ধ্যানী বলে ধ্যান ভেঙেছো
প্রেমিক বলে খুন করেছো
ওদের কাব্য কথার বর্ষা থেকে
লজ্জা শুধু হয় ।।
আমি সোজা মনে তাকে আপন করলে
ওরা বলে মরণ ভালো ভালোবেসে মরলে
পাপী ভাবে পাপ জুড়ালো
পথিক ভাবে পথ ফুরালো
ওদের আকাশ কুসুম স্বপ্ন দেখে
অবাক হতে হয় ।।