ভালোবেসে কেন মনে হয়
প্রথম থেকে ভালোবাসি আবার
কেন এতো শূন্যতা কাছে এসেও
মনে হয় আরো কাছে আসি আবার ।।
কতো সুখে ভরে দিলে তুমি এ মন
সুখের অশ্রু ঝরে তাই কি এমন
তোমারই হাত ধরে শুধু ভেসে যাওয়া
মনে হয় শুরু থেকে ভাসি আবার ।।
কথা হারা হয়ে গেছে যেন এই ক্ষণ
হৃদয় বলবে কথা হয়তো এখন
তোমারই প্রেম হয়ে শুধু হেসে যাওয়া
ফুটুক এ ঠোঁটে সেই হাসি আবার ।।