ভালোবেসে কাজ নেই
তার চেয়ে ভালো এই দূরে
কাছে গেলে যদি হয় হৃদয়ের পরাজয়
তাই তো আমার সরে থাকা ।।


হাত বাড়ালেই যদি ধরা যেতো
থাকতো না আর ভাবনা প্রাণে এতো
আকাশের মতো তাই রবো একা একা ।।


নীল জোছনায় ভেজা স্মৃতিগুলো
করতো না আমাকে এলোমেলো
মরীচিকা হয়ে তাই দেবো না তো দেখা ।।