ভালোবাসায় অবিশ্বাস থাকতে নেই
ভালোবেসে সন্দেহ রাখতে নেই ।।


হোক প্রেম যতোই গভীর
সন্দেহ দেখা দিলে ভাঙবেই নীড়
হৃদয়ের বোঝা পড়া না হয় যদি
ভালোবেসে কোনো ছবি আঁকতে নেই ।।


থাক মন যতোই বিভোর
বিশ্বাস ভেঙে গেলে কাটবেই ঘোর
ছলনায় যে শুধু ভাঙে এ হৃদয়
ভালোবেসে তারে কাছে ডাকতে নেই ।।