ভালোবাসার ঘর নাকি হয় বলে অনেকেই
দেখতে কেমন পেই সে ঘরটা আমার জানা নেই ।।


সেই ঘরের জানলা দিয়ে
চাঁদের আলো পড়ে কিনা হেসে লুটিয়ে
নাকি সুখের স্বপ্ন পালায় দুয়ার ভেঙেই ।।


সেই ঘরের আলো ছায়ায়
মেটাতে কি পারে বলো মনের চাওয়া পাওয়া
নাকি তুলনা তার সাজে খাঁচার সাথেই ।।