ভালোবাসার বসতি আজ পদ্মপাতার জলে
টুপ করে হায় পড়বে ঢলে একটু বাতাস হলে ।।
এখন ঝরার প্রয়োজনই হয়না
ফুলের আঘাত এখন বুকে সয়না
হৃদয় এখন কঠিন পাথর
পাথর কি আর প্রেমের কথা বলে ।।
জীবন এখনই এমনই তার মূল্য
পথের ধূলোর সাথে তারই তুল্য
আকাশ নদী ফুল পাখি চাঁদ
এখন কি আর জীবনে ঝড় তোলে ।।