ভালো না বেসেই ভালো আছি
আমি ভালো করেছি
ভালোবাসার কান্না আমি চাই না বলে
চোখের দুয়ার বন্ধ রেখেছি ।।
ওরা বলে ভালোবাসায় অনন্ত সুখ আছে
সুখের নাগাল পাওয়া কি যায় বলো আমার কাছে
আমিতো দেখেছি হায়
আমিতো ভালোবেসে ঘর ছাড়াদের
চোখের জলে ভাসতে দেখেছি ।।
ওরা বলে ভালোবাসায় ঘুন কখনো ধরে না
প্রেমের আগুন জ্বললে বুকে পুড়ে নাকি মরে না
আমিতো দেখেছি হায়
আমিতো ভালোবেসে সব হারাদের
মরার আগেই মরতে দেখেছি ।।