তুমি সুখী হয়েছো জেনে দুঃখ পেলাম
আজ তোমার সুখে সুখ মেনে নিতে,
হেরে গেলাম আমি হেরে গেলাম ।।


আজ তুমি আমার শত্রু হলে
মনটাকে গড়লাম প্রতিশোধ নেবো বলে
তাই তোমার চোখের দৃষ্টি থেকে
অনেক দূরে চলে এলাম ।।


দিন কাটুক আমার নির্বাসনে
তবু সেই বিশ্বাস কেন আজ পিছু টানে
এই মালার বাঁধন সত্যি ভেবে
মিছেই ভালোবেসে ছিলাম ।।