তুমি পাহাড় সমান দুঃখ দিয়ে
ভেঙে দিলে বিশ্বাস
আমি কষ্ট নিয়েও বেঁচে আছি
আছে কিছু নিঃশ্বাস
পাষাণী কেনো তুমি কেড়ে নিলে সুখ
ভালোবেসে ভেঙে দিলে বুক ।।


এই পুতুল খেলা খেলেছো হৃদয় নিয়ে
কেনো আমায় তুমি অমানুষ দিলে বানিয়ে
এই ভালোবাসায় করেছো শুধুই ছলনা
কেনো ঝরার আঘাতে আঘাতে বলো না
একা ছিলাম ভালোই ছিলাম
স্বপ্ন দেখেনি দুটি চোখ ।।


আজ আমায় নিয়ে করো না যতোই পরিহাস
আমি হবো না তোমার মিথ্যে প্রেমের কৃতদাস
যে আগুন তুমি জ্বলেছো আমার জীবনে
জানি সেই আগুনে জ্বলবে তুমি গোপনে
নিজের কাছে নিজেই তুমি
কি করে দেখাবে পোড়া মুখ ।।