তুমি কি সূর্য নাকি
তোমার দিকে চেয়ে থেকেই
অন্ধ হয়ে গেছে আমার দুটি আঁখি ।।
যে আলো তুমি জ্বলেছো হৃদয়ে
জ্বলে সে এখন আগুন হয়ে
কি করে সে আলো অঙ্গে মেখে
হবো আলোর পাখি ।।
যে হাসি ছিলো ফুলেতে জড়ানো
ব্যথা হয়ে কাঁদে তুমি কি জানো
কেনো যে সে হাসে স্বপ্ন হয়ে
বাঁধে ফুলের রাখী ।।