তুমি কি যেন বলছিলে
আমি তখন দেখছিলাম দুটি রাজহাঁস
আমার চোখে ছিলো অন্য আকাশ ।।
তখন তোমাকে পাশে রেখে
আমি যেন একলা ছিলাম কিছুক্ষণ
হয়তো তোমার চোখে মেঘে ঢাকা
প্রশ্ন ছিলো একরাশ ।।
আমার কেনো যে মাঝে মাঝে
এমনটি হয় বুঝিনা নিজেও কিছু তার
তাই কি তোমার বুকে জেগে ওঠে
কান্না চাপা উচ্ছাস ।।