তুমি যে সুর দিয়া জয় করিলা
বন্ধু আমারই অন্তর
তুমি আমার জীবন সাথী প্রেমের যাদুঘর ।
তুমি যে রূপ দিয়া জয় করিলা
বন্ধু আমারই অন্তর
তুমি আমার সুখের পাখি বুকেরই ভিতর ।।


কী যাদু যে করলা তুমি কইতে পারি না
এক নজর না দেখলে তোমায় রইতে পারি না
কী মায়ারই বন্ধনে মন বাইন্ধাছো আমার
তুমি ছাড়া এই জগতে নাইরে কিছু আর
মনেরই ফুল বাগানে তুমি আমার
ফুলের মধুকর ।।


ফাগুন মাসের আগুন তুমি জ্বলছো এ মনে
মনের জ্বালা জুড়াই আমি বলো কেমনে
নদীর জলে ঢেউ উঠিলে লাগে রে কাঁপন
প্রাণে আমার ঝড় তুলিয়া হইলারে আপন
হৃদয়ের পিঞ্জিরাতে আমি তোমায়
রাখবো জনম ভর ।।