তুমি বললে কথাগুলো নাকি মন থেকে বলেছো
আমি যেনো কোনো সন্দেহ না রাখি ।।


আমিও বিশ্বাস করলাম
তোমারই কথায় প্রতিকূল স্রোতে হাল ধরলাম
রাখলাম সোনালী স্মৃতি দিয়ে হৃদয় ভরে বেঁধে হলো রাখী ।।


সুখেরই বন্ধন ছাড়লাম
তোমারই কথায় ভালোবেসে আমি সব পারলাম
হারলাম, আমারই কাছে তুমি হলে যখন পলাতকা পাখি ।।