তুমি আমার উপর রাগ করতে পারো
এ আমার বিশ্বাস হয়নি
তাই একটু আঘাত এ বুকে আমার সয়নি ।।


আমি ঘরে এসে সারাক্ষণ কাঁদলাম
ব্যথারো বকুল হয়ে সারারাত ঝরলাম
কি আগুনে হায় আমি জ্বললাম
তবুও সে আগুনে তোমার চিঠিগুলো পোড়া হয়নি ।।


স্বপ্ন তোমাকে নিয়ে কতো ছিলো আঁকা
ভাবতে গেলেও আজো স্বপ্ন মেলে না পাখা
কি পাখিকে হায় আমি পুষলাম
তবুও সে পাখি কে আমার খাঁচা থেকে ছাড়া হয়নি ।।