তুমি যে আমার ওগো চিরদিনই রেখো আমায় তোমারই বুকে
এমনি করে ওগো চির সাথী হয়ে রবো সুখে দুখে,
বন্ধু বলো শত্রু বলো তুমি যে আমারই আশা
তোমায় পেয়ে সব পেয়েছি তুমি আমার ভালোবাসা
তুমি যে আমার ওগো চিরদিনে রেখো আমার তোমারই বুকে।
চন্দ্র তুমি সূর্য তুমি আমারই আকাশে
তুমি ছাড়া ফুল ফোটে না এই মধু মাসে
আমারই হৃদয়ে তুমি প্রেমের দিশা
তুমি যে আমার চিরদিনে রেখো আমার তোমারই বুকে।
স্বপ্ন তুমি সত্যি তুুমি আমারই জীবনে
তুমি এলে মন রাঙিয়ে এই ভীরু মনে
আমারই আঁধারে তুমি আলোরই দিশা
আমার ভালোবাসা
তুমি যে আমার চিরদিনে রেখো আমার তোমারই বুকে।
এমনি করে ওগো চিরসাথী হয়ে রবো সুখে দুখে,
বন্ধু বলো শত্রু বলো তুমি যে আমারই আশা
তোমায় পেয়ে সব পেয়েছি তুমি আমার ভালোবাসা।