তোমার দেখা পাবো বলে
আমার প্রহর গোনা
যেন চৈতী হাওয়ায় এঁকে যাওয়া
বোশেখী আল্পনা ।।
কতো যে রাত জেগে জেগে
তোমায় পাওয়ার সেই আবেগে
কতো না গান লিখে গেছি
হয়নি সে গান শোনা ।।
কেনো যে মন বারে বারে
কাঁদায় শুধুই এই আমারে
তবু কি সুখ পথ চেয়ে
স্বপ্নেরও জাল বোনা ।।