তোমার চন্দনা মরে গেছে
ওকে আর ডেকে কী হবে
ওর জন্য হৃদয়টা শুন্য রেখে
কী হবে কী হবে কী হবে।।


যখন সময় ছিল, ছিল কল্পনা
তখন তোমার এই মন ছিলো না।
এই চোখ নিয়ে আর ওকে দেখে
কী হবে কী হবে কী হবে।।


হৃদয় পাথর হলো, হলো বন্দিনী
চোখও পাথর আজ তাই কাঁদিনি।
এই প্রেম নিয়ে আর কাছে থেকে
কী হবে কী হবে কী হবে।।