তার চরণে আলতার দাগ দেখে
অনুরাগ জেগেছে আমার
ভালো লেগেছে আমার ।।


নেচে ওঠে চরণ দুটি যখনই
আমার কাজের মাঝে হয় যে ছুটি তখনই
কী যে সুখ অনুরাগের
এই বশিকরণে ।।


ভালোবেসে মরণ হলে কখনো
আমার হৃদয় তবু থাকবে ভরে তখনও
কতো সুখ পেয়েছিলাম
সেই স্মৃতি চারণে ।।