সন্দেহ ভরা চোখে চেয়ে তুমি দেখো না
ভুল বুঝে দূরে সরে থেকো না ।।


ভালোবেসে দ্বিধাটুকু কেনো আর
কাঁটা হয়ে বিঁধে বুকে বারে বার
সন্দেহ ভরা চোখে..... ।।


মেঘে মেঘে ঢেকে দিলে এ হৃদয়
প্রেম সে তো ছিলো না তো অভিনয়
সন্দেহ ভরা চোখে.....।।