সব কিছুরই শুরু আছে শেষও হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
দুখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায় ।
সব কিছুরই শুরু আছে শেষও হয়ে যায়
শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়
সারা জনম কেঁদেও কারো দুঃখ না ফুরায় ।।


অন্ধকারে কতোই না ফুল ফুটে ঝরে যায়
আঁধারে যার জীবন শুরু আঁধারে হারায়
কিছু হৃদয় রাত জেগে রয় ভালোবাসায়
এমন একটি ঝরে যাওয়া ফুলের আশায়
কিছু ফুল ঢাকা পরে শুকনো পাতায় ।।


কিছু দিনের জন্য চাঁদও জোছনা হারায়
আঁধার কেটে গেলেই আবার আলো ছড়ায়
লক্ষ কোটি তারা জ্বলে আকাশেরই গায়
তবু কিছু তারা জ্বলে হঠাৎ ঝরে যায়
ইচ্ছে করে কিছু হৃদয় দুঃখই কুঁড়ায় ।।