শিকল ভাঙার গান গেয়ে যাও প্রাণেরই একতারা
আমার সোনার দেশে বইছে হায়রে রক্ত নদীর ধারা ।।


বন্দী থাকা মানুষগুলো বাঁচার কথা বলে
খাঁচা ভেঙ্গে উঠলো এবার রৌদ্র রোশে জ্বলে
অত্যাচারীর শাসন শোষণ মানবে না রে তারা
তারা মুক্তি পাগল পারা ।।


বাংলা মায়ের বুকেরই ধন লাখো মুক্তি সেনা
নতুন সূর্য আনবে ওরে রক্ত দিয়ে কেনা
শস্য ফলা মাটির আগুন নিভবে না রে আর
ওরে স্বাধীনতা ছাড়া ।।