সেই উড়ানির চর বুকের ভেতর
আজো তো ঝড় তোলে
আহা মন ছুটে যায় কী যে মমতায়
পল্লী মায়ের কোলে ।।
কবিতার এই চির অপরূপ দেশে
স্বপ্ন আমার সুনীল হয়ে দিগন্তে যে মেশে
দু'চোখ আমার তন্ময় হয়ে রয়
পাতার ফাঁকে যখনই ঐ মায়াবী চাঁদ দোলে ।।
ফসলের এই চির মধুময় ঘ্রাণে
সূর্য রাগের সোহাগ মাখা বিমুগ্ধ এ প্রাণে
দু'চোখ আমার তন্ময় হয়ে রয়
বাতাস যখন নেচে ওঠে আমেরই মুকুলে ।।