সেই তোমাকেই দেখলাম
কতদিন পরে দেখলাম
বিশ্বাস হবে কি করে
তোমাকে যে দেখলাম ।।


এমনো তো হয়ে যায়
কখনো কখনো চেনা পথ অচেনাই রয়ে যায়
তেমন হলো বুঝি আমারও এখন
চেনা মুখ দেখে দেখে ।।


শুধায়ে কি হবে আর
আঘাতে আঘাতে ভেঙে এই হৃদয়ের কারাগার
কেমন আছি তবু জানবে যখন
জেনে নাও আছি আমি অনেক সুখে ।।