সে বলে আমার নাকি কনে সাজার সময় হয়নি
শানাই বাজার সময় হয়নি ।।
এতো দিন সেতো স্বপ্নীল কতো কথা শোনাতো
ভালোবাসার সুতোয় বোনা বেনারসী পরাতো
তাহলে এখন কেনো বলে আমায়
বধূ হবার সময় হয়নি ।।
আমি ঘর বাঁধবো কল্পনা ছিলো কতো হৃদয়ে
আমার সুখের ভাবনা গুলো দিতো সে যে রাঙিয়ে
জানিনা এখন কেনো বলে আমায়
ঘর সাজাবার সময় হয়নি ।।