সাঁঝের বেলায় পাখি ফিরে নীড়ে তার
নীলিমা ভ্রমণ শেষে
আমি যেন বারবার এমনি করেই
ফিরে ফিরে আসি এই বাংলাদেশে ।।


এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা
এই কোমল মাটির স্বর্গ ছেড়ে আর কোথাও যাবো না
এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া
আমাকে বেঁধে রাখে ভালোবেসে ।।


এখানে বীণা হৃদয়ের কাব্য লেখে
এই সবুজ বুকে রক্ত দিয়ে এক দূর ভাবাবেগে
এই সবুজ শ্যামল প্রকৃতি সোনালী সোহাগ মেখে
সূর্যটা প্রতিদিন ওঠে হেসে ।।