সাগরের ঢেউ হয়ে আছো তুমি এ বুকে
আকাশের নীল হয়ে আছো এ চোখে
ভালোবেসে আমি পেয়েছি তোমাকে ।।


প্রেম হয়ে তুমি জড়ালে হৃদয়ে
চিরদিন থাকবো তোমারই হয়ে
এই তুমি আমি আরো কাছে এসে
মিলনের মোহনায় যাবো ভেসে ভেসে
স্বর্গের ফুল নয় সোনারই দুল নয়
এ জীবনে শুধু চেয়েছি তোমাকে ।।


এই বুকে তুমি একি ছোঁয়া দিলে
স্বপ্নেরই মতো কাছে টেনে নিলে
সুখ হয়ে তুমি এলে এ জীবনে
এই মন বেধেছো সুখেরই বাঁধনে
আজ তাই মনে হয় মরণেও নেই ভয়
চির সাথী সবই দিয়েছি তোমাকে ।।