রাগ তো নয় জানি এতো অভিমান
ভালোবেসে তার রঙে রঙে হায়
স্বপ্ন কিছু আঁকি
মুগ্ধ আঁখি তারই পানে
চেয়ে থাকি ।।


কস্তুরী সেই মৃগের মতো
বুঝি সুরভী ঢেলে
চুপিসারে যেন তুমি
মনটি ছুঁয়ে গেলে
তাই অন্ধ আমি হয়ে গেলাম
তোমার প্রেমে হৃদয় আমার রেখে ।।


কংকনে আজ কোন কথাটি
সুর হয়ে যে ওঠে
আধো লাজে দুটি চোখে
ফুল মাধবী ফোটে
তার মিষ্টি ছোঁয়া যেন আমার
বুকের মাঝে দেয় গো পরাগ মেখে ।।