পূর্ব থেকে পশ্চিমে মন ছুটে যায়
উত্তর থেকে দক্ষিণে কে ডাকে আমায়
কে বলে আয় চলে আয়
সেই সুরে যে মন জুড়ে যে ঢেউ খেলে যায়
মন হারাবো হাত বাড়াবো জীবনের মেলায় ।।


আকাশ হয়ে ডাকে দুটি চোখ
সেই চোখে পড়ে না পলক
আকুল করা জোছনায়
কথা হবে দু'জনায়
সঙ্গী হয়ে এই হৃদয়ে স্বপ্ন ছড়ায়
সে আমাকে শুধুই ডাকে প্রেমেরই খেলায় ।।


পাখির মতো ডানা মেলে তাই
এই আমি নিজেরে হারাই
কখন পাবো দেখা তার
রবো কতো একা আর
মিষ্টি হেসে এই বুঝি সে সামনে দাঁড়ায়
কল্পনাতে চাই হারাতে সুখেরই ভেলায় ।।