পথ ঢেকে আছে কৃষ্ণচূড়ায়
এই পথে তুমি আমি চলতে গিয়ে
পথ চলা কোনোদিনও যেন না ফুরায় ।।
অন্ধ আবেগে হোক কথা বলা
শুরু হলো যদি এই পথ চলা
ক্লান্তি আসে যদি চলতে চলতে
তবে পথের হাওয়ায় যেন হৃদয় জুড়ায় ।।
বৃষ্টি কখনো এই পথে যদি
ঝরে ঝরে পথ হয় ছোট্ট নদী
মুগ্ধ কথাগুলো বলতে বলতে
যেন ময়ূরপঙ্খী মনে স্বপ্ন ছড়ায় ।।