পিঞ্জিরার পাখি আমার উইড়া গেল সই
ও আমি যার ভালোবাসায়
দিন রজনী বন্দী হইয়া রই ।।
কান্দে আমার চোক্ষু এখন
কান্দে আমার হিয়া
দূই চোখেরই নদী আমি
বান্ধি যে কি দিয়া
এই দুঃখের কথা মুখ খুলিয়া
কার কাছে যে কই ।।
কোন দোষেতে হইলাম দোষী
কোন বা দোষে পর
কোন কারণে জ্বললো আগুন
পুড়লো সুখের ঘর
হায় আন্ধার কালো হইয়া আকাশ
ভাইঙ্গা পড়ে ওই ।।