পাথর সেতো পাথর শুধু পাথর
তাজমহলে সাজানো আছে বলে
সেকি আর পেয়েছে মানুষের মতো মন ।।
মানুষ তার মন আছে, আছে চোখ
সে হাসতে পারে কেঁদেও ভেজাতে পারে বুক
তাই বেঁচে থাকার প্রেরণাতে ভরা এ জীবন ।।
আমার সেই মন আছে, আছে প্রেম
তাই স্বপ্ন সুখে হৃদয়ে লিখি যে প্রিয় নাম
এই মন যদি না থাকতো তবে হতো মরণ ।।