অন্তরে সই পিরিত নামের
আগুন যে জ্বলে আমার
সেই আগুনেই মন পুড়ে পুড়ে
হয় যদি হোক অঙ্গার ।।


বসন্ত এলে মনে কোকিল যে ডেকে ওঠে
জীবনে এলে ফাগুন হৃদয়ে পলাশ ফোটে
এ কীযে সুখের মরণ, করেছে বশিকরন
কাছে এসে অবশেষে
আমি যে পরেছি হার মানা হার ।।


দুরন্ত ভালো লাগা এখন যে কাছে টানে
আমার এ ছোট নদী ছোটে যে সাগর পানে
সাজিয়ে ফুলের বাসর, কেঁপে যে ওঠে অধর
ভালোবেসে অবশেষে
আমি যে পরেছি হার মানা হার ।।