অলঙ্কারের মূল্য দিয়ে মন কেনা যায় ভেবো না
এক করে এই অলঙ্কার আর মনকে দেখো না ।।
খড় কুটোর ওই নীড়ে নাহয় পাখির বুকে
স্বপ্ন কি আর বাঁধতো বাসা নিবিড় সুখে
তেমনি করেই মন বেঁধো নয় তো বেঁধো না ।।
ময়ূর মহল থাক না তোমার তাই বলে কি
কথার মায়ায় যাবে আমার মন গলে কি
হৃদয় দিলে হৃদয় দেবো নয় তো দেবো না ।।