ওই দুষ্টু মেয়েটিকে আমি ভালোবাসি
তারে যতোই বলুক লোকে হায়রে সর্বনাশী ।।
শাসন বারন মানে না সে
বাঁধন ভেঙে চলে
সে যে রাত দুপুরে আমায়
ডেকে মনের কথা বলে
সে যে বাজায় আমার বুকে বিষের বাঁশি ।।
রূপের আগুন জ্বেলেছে সে
আমার দু'চোখ ভরে
ওই আগুনেরই আলো
আমি রেখেছি অন্তরে
আমি দেখেছি তার মুখে মধুর হাসি ।।